Surah Adh Dhariyat Tafseer
Tafseer of Adh-Dhariyat : 18
Saheeh International
And in the hours before dawn they would ask forgiveness,
Tafsir Fathul Mazid
Tafseer 'Tafsir Fathul Mazid' (BN)
১৫-১৯ নম্বর আয়াতের তাফসীর :
অত্র আয়াতগুলোতে মুত্তাকীদের চিরস্থায়ী আবাসস্থল জান্নাতে অবস্থানের কথা ও তাদের কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।
(قَبْلَ ذٰلِكَ) দ্বারা উদ্দেশ্য হল- দুনিয়া। অর্থাৎ মুত্তাকীরা দুনিয়াতে সৎ কর্মপরায়ণ ছিল।
মুত্তাকীদের প্রথম বৈশিষ্ট্য : তারা রাতের সামান্য অংশই ঘুমায়। অর্থাৎ- রাতে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সালাত আদায় করে।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন :
يَا أَيُّهَا النَّاسُ، أَفْشُوا السَّلَامَ، وَأَطْعِمُوا الطَّعَامَ، وَصَلُّوا وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُونَ الجَنَّةَ بِسَلَامٍ
হে মানবমণ্ডলী! বেশি বেশি সালামের প্রসার করো, আত্মীয়তা-সম্পর্ক বজায় রাখো, অভাবীদের খাদ্য দাও, রাতে সালাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকে- শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। (তিরমিযী হা. ২৪৮৫, সহীহ)
দ্বিতীয় বৈশিষ্ট্য : রাতের শেষ ভাগে আল্লাহ তা‘আলার কাছে ক্ষমা প্রার্থনা করে।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন : রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তা‘আলা দুনিয়ার আকাশে অবতরণ করেন। আর ডাক দিয়ে বলেন: কেউ আমার কাছে তাওবাকারী আছো কি? আমি তার তাওবা কবূল করব। কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো কি? আমি তাকে ক্ষমা করব। কেউ চাওয়ার আছো কি? আমি তাকে দান করব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ তা‘আলা বলতে থাকেন। (সহীহ মুসলিম, আবূ দাঊদ হা. ৪৭৩৩)
তৃতীয় বৈশিষ্ট্য : মুত্তাকীদের সম্পদে-যারা চায় আর যারা অভাব থাকা সত্ত্বেও চক্ষু-লজ্জায় চায় না তাদের জন্য ওয়াজিব ও মুস্তাহাব উভয় হাক্ব রয়েছে। তারা এ হাক্বসমূহ যথাযথভাবে আদায় করে।
আমরাও যেন এ বৈশিষ্ট্যের অধিকারী হতে পারি সে জন্য যথাযথ চেষ্টা করতে হবে।
আয়াত হতে শিক্ষণীয় বিষয় :
১. মুত্তাকীদের কয়েকটি বৈশিষ্ট্য অবগত হলাম, আমাদের উচিত এসব বৈশিষ্ট্য অর্জন করা।
২. আখিরাতে মুত্তাকীদের বাসস্থান জান্নাত।
৩. আল্লাহ তা‘আলা রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বান্দাদের ডাকে সাড়া দেন।
Social Share
Share With Social Media
Or Copy Link
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Are You Sure you want to Delete Pin
“” ?
Add to Collection
Bookmark
Pins
Social Share
Share With Social Media
Or Copy Link
Audio Settings