Surah An Nisa Tafseer
Tafseer of An-Nisa : 142
Saheeh International
Indeed, the hypocrites [think to] deceive Allah, but He is deceiving them. And when they stand for prayer, they stand lazily, showing [themselves to] the people and not remembering Allah except a little,
Tafsir Fathul Mazid
Tafseer 'Tafsir Fathul Mazid' (BN)
১৪২ ও ১৪৩ নং আয়াতের তাফসীর:
মুনাফিকরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ধোঁকা দেয়ার অর্থ কী এ সম্পর্কে সূরা বাকারার শুরুতে আলোচনা করা হয়েছে।
এ সকল মুনাফিকদের বৈশিষ্ট্য হল এরা সালাতের ব্যাপারে অবহেলা ও অলসতা প্রদর্শন করে।
আল্লাহ তা‘আলা বলেন:
(وَلَا يَأْتُوْنَ الصَّلٰوةَ إِلَّا وَهُمْ كُسَالٰي وَلَا يُنْفِقُوْنَ إِلَّا وَهُمْ كٰرِهُوْنَ)
“সালাতে অলসতার সাথে উপস্থিত হয় এবং অনিচ্ছাকৃতভাবে অর্থ দিয়ে সাহায্য করে।”
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন:
إنَّ أَثْقَلَ الصَّلَاةِ علي الْمُنَافِقِينَ صَلَاةُ الْعِشَاءِ وَصَلَاةُ الْفَجْرِ
মুনাফিকদের ওপর সবচেয়ে ভারী সালাত হল, ইশা ও ফজরের সালাত। (সহীহ বুখারী হা: ৬৫৮)
আর মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য আমল করে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন: এরা মানুষকে দেখানোর জন্য সুন্দর করে সালাত আদায় করে আর মানুষ না থাকলে খারাপ করে আদায় করে। এটাই হল তুচ্ছ মনে করা, এর মাধ্যমে তারা আল্লাহ তা‘আলাকে তুচ্ছ করতে চায়।
(وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ إِلَّا قَلِيْلًا)
‘আল্লাহকে তারা অল্পই স্মরণ করে’তারা অল্প সময় ছাড়া আল্লাহ তা‘আলাকে স্মরণ করে না। অর্থাৎ সালাতে বিনয় নম্রতার সাথে দাঁড়ায় না, সালাতের ব্যাপারে তারা উদাসীন ও অমনোযোগী।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি বসে বসে সূর্যের দিকে তাকিয়ে থাকে, এমনকি সূর্য যখন শয়তানের দুই শিং-এর মধ্য দিয়ে অস্তমিত হয়ে চলে, তখন উঠে তাড়াতাড়ি চার রাকআত সালাত আদায় করে নেয়, সে নামমাত্র অল্প সময় আল্লাহ তা‘আলার যিকির করে থাকে। (সহীহ মুসলিম হা: ১৯৫, নাসাঈ হা: ৫১০, তিরমিযী হা: ১৬০)
[অর্থাৎ এখানে আসরের সালাতের কথা বলা হয়েছে, আসরের সালাত বিলম্ব করে আদায় করা মুনাফিকদের বৈশিষ্ট্য। সুতরাং আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম, বিলম্ব করে মুনাফিকদের পরিচয় দেয়া উচিত নয়।]
(مُّذَبْذَبِيْنَ بَيْنَ ذٰلِكَ)
‘দোটানায় দোদুল্যমান’অর্থাৎ মুনাফিকরা ঈমান ও কুফরীর মধ্যে অস্থির। তারা বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে মু’মিনদের সাথেও নয় এবং কাফিরদের সাথেও নয়। বরং তারা বাহ্যিকভাবে মু’মিনদের সাথে থাকলেও প্রকৃতপক্ষে কাফিরদের অন্তুর্ভুক্ত। সেজন্য আল্লাহ তা‘আলা বলেছেন:
(یَکَادُ الْبَرْقُ یَخْطَفُ اَبْصَارَھُمْﺚ کُلَّمَآ اَضَا۬ئَ لَھُمْ مَّشَوْا فِیْھِﺪ وَاِذَآ اَظْلَمَ عَلَیْھِمْ قَامُوْاﺚ وَلَوْ شَا۬ئَ اللہُ لَذَھَبَ بِسَمْعِھِمْ وَاَبْصَارِھِمْﺚ اِنَّ اللہَ عَلٰی کُلِّ شَیْءٍ قَدِیْرٌﭣﺟ)
“মনে হয় যেন বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি শক্তি কেড়ে নেবে, যখন তিনি তাদের জন্য একটু আলো (বিদ্যুৎ) প্রজ্জ্বলিত করেন তখন তাতে তারা চলতে থাকে এবং যখন তাদেরকে অন্ধকারাচ্ছন্ন করেন তখন তারা দাঁড়িয়ে থাকে। আর যদি আল্লাহ ইচ্ছা করেন নিশ্চয় তাদের শ্রবণশক্তি ও তাদের দর্শনশক্তি হরণ করতে পারেন। নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ের ওপর শক্তিমান।”(সূরা বাকারাহ ২:২০)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: মুনাফিকদের উদাহরণ হল: দুটি ছাগলের দলের মধ্যস্থিত ছাগলের মত, যা ভ্যা-ভ্যা করে একবার এ দলের দিকে দৌড়ায় আবার অন্য দলের দিকে দৌড়ায়, সে বুঝতে পারে না কোন দলের অনুসরণ করবে। (নাসাঈ হা: ৫৫২)
মুনাফিকদের এরূপ অনেক দৃষ্টান্ত সহীহ হাদীসে রয়েছে।
এ সকল মুনাফিকরা যতই ঈমানের দাবী করুক না কেন তারা পথভ্রষ্ট। আল্লাহ তা‘আলা এদের ব্যাপারে বলেন:
(مَنْ كَانَ يُرِيْدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَه۫ فِيْهَا مَا نَشَا۬ءُ لِمَنْ نُّرِيْدُ ثُمَّ جَعَلْنَا لَه۫ جَهَنَّمَ ج يَصْلَاهَا مَذْمُوْمًا مَّدْحُوْرًا)
“কেউ পার্থিব সুখ-সম্ভোগ কামনা করলে আমি যাকে যা ইচ্ছা এখানেই সত্বর দিয়ে থাকি; পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত করি যেথায় সে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহ হতে দূরীকৃত অবস্থায়।”(সূরা কাহফ ১৮:১৭)
আয়াত থেকে শিক্ষণীয় বিষয়:
১. মুনাফিকদের বৈশিষ্ট্য জানতে পারলাম।
২. মানুষকে দেখানোর জন্য আমল করা শির্ক।
৩. আল্লাহ তা‘আলাকে বেশি বেশি স্মরণ করা উচিত।
৪. সালাতের ব্যাপারে শৈথিল্যতা প্রদর্শন করা মুনাফিকের আলামত।
Social Share
Share With Social Media
Or Copy Link
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Are You Sure you want to Delete Pin
“” ?
Add to Collection
Bookmark
Pins
Social Share
Share With Social Media
Or Copy Link
Audio Settings