Surah An Nisa Tafseer
Tafseer of An-Nisa : 121
Saheeh International
The refuge of those will be Hell, and they will not find from it an escape.
Tafsir Fathul Mazid
Tafseer 'Tafsir Fathul Mazid' (BN)
১১৬-১২২ নং আয়াতের তাফসীর:
শির্ক সম্পর্কে সূরা বাকারাহ ও অত্র সূরার শুরুতে আলোচনা করা হয়েছে। যে প্রকার শির্কের গুনাহ আল্লাহ তা‘আলা ক্ষমা করবেন না তা হল শির্কে আকবার বা বড় শির্ক। যেমন মাযারে দু‘আ করা, চাওয়া, জবেহ করা, সিজদা করা, কোন গাছের পূজা করা, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গায়েব জানেন বলে বিশ্বাস করা, তিনি সর্বত্র হাজির-নাযির বলে বিশ্বাস করা। মোটকথা আকীদাহ ও ইবাদত সংক্রান্ত বিষয় আল্লাহ তা‘আলাকে ব্যতীত অন্য কারো জন্য সম্পাদন বা তাকে সমকক্ষ নির্ধারণ করাই শির্কে আকবার।
إناثا (নারী) বলতে সে মূর্তি বা দেবদেবীগুলো বুঝানো হয়েছে, যাদের নাম ছিল স্ত্রীবাচক। যেমন উযযা, মানাত, নায়েলা ইত্যাদি। অথবা ফেরেশতাদেরকে বুঝানো হয়োছে। কেননা মুশরিকদের ধারণা মতে ফেরেশতাগণ আল্লাহ তা’আলার কন্যা। (নাউযুবিল্লাহ)
(وَإِنْ يَّدْعُوْنَ إِلَّا شَيْطٰنًا مَّرِيْدًا)
‘বিদ্রোহী শয়তানেরই পূজা করে’ অর্থাৎ আল্লাহ তা‘আলা ব্যতীত ফেরেশতা বা অন্য কোন কিছুর ইবাদত করাই হল শয়তানের ইবাদত করা। উবাই বিন কাব বলেন: প্রত্যেক মূর্তির সাথে জিন শয়তান রয়েছে। (ইবনু কাসীর, ২/৪৬১) আল্লাহ তা‘আলা অন্যত্র বলেন:
(أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يٰبَنِيْٓ اٰدَمَ أَنْ لَّا تَعْبُدُوا الشَّيْطٰنَ ج إِنَّه۫ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ)
“হে বানী আদম! আমি কি তোমাদেরকে নির্দেশ দিইনি, তোমরা শয়তানের ইবাদত কর না; সে তোমাদের প্রকাশ্য শত্র।”(সূরা ইয়াসিন ৩৬:৬০)
শয়তানের ওপর আল্লাহ তা‘আলার লা‘নত। কারণ শয়তান বলল:
১. আমি নির্দিষ্ট কিছু বান্দাকে পথভ্রষ্ট করবই। অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন, শয়তান বলে আমি আপনার সব বান্দাকে পথভ্রষ্ট করবই:
(إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ)
‘তবে তাদের মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত।’(সূরা হিজর ১৫:৪০)
২. وَلَأُمَنِّيَنَّهُمْ ‘তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করব’অর্থাৎ আমি তাদেরকে তাওবাহ ত্যাগ করার ব্যাপারে মিথ্যা বাসনাকে সৌন্দর্যময় করে দেব। আমি আশার ওয়াদা দেব এবং তাওবাহ করতে বিলম্ব করার নির্দেশ দেব।
৩. আমি তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা পশুর কর্ণচ্ছেদ করবে।
সুদ্দী (রহঃ) বলেন: এটা হল বাহিরা, সায়েবা পশুর নিদর্শন ও তাদের আকার-আকৃতি। এ পশুগুলো মুশরিকরা মূর্তিদের নামে উৎসর্গ করত এবং নিদর্শন স্বরূপ কানে ছিদ্র করত।
৪. আমি নির্দেশ দেব, ফলে তারা সৃষ্টি পরিবর্তন করবে।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তাদের ওপর আল্লাহ তা‘আলার লা‘নত যারা উল্কী করে ও করিয়ে নেয়, ভ্রুর চুল তুলে ও তুলিয়ে নেয় এবং যারা সৌন্দর্যের জন্য দাঁত চিকন করে আল্লাহ তা‘আলার সৃষ্টি পরিবর্তন করে। (সহীহ বুখারী হা: ৫৯৩১) এছাড়া ক্লিন সেভ ও অন্যান্য সকল সৃষ্টির পরিবর্তন এতে শামিল।
এসবই শয়তানের কাজ। আর যে ব্যক্তি এসব করবে সে শয়তানকে বন্ধু বানিয়ে নিল। আর যে ব্যক্তি শয়তানকে বন্ধু বানিয়ে নিল সে ক্ষতিগ্রস্ত। কেননা শয়তান তাদেরকে যে প্রতিশ্র“তি প্রদান করে তা সবই ধোঁকা।
কিয়ামাতের দিন শয়তান বলবে-
(وَقَالَ الشَّيْطٰنُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللّٰهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدْتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ ط وَمَا كَانَ لِيَ عَلَيْكُمْ مِّنْ سُلْطَانٍ)
“যখন বিচারকার্য সম্পন্ন হবে তখন শয়তান বলবে, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে প্রতিশ্র“তি দিয়েছিলেন সত্য প্রতিশ্র“তি, আমিও তোমাদেরকে প্রতিশ্র“তি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্র“তি ভঙ্গ করেছি। আমার তো তোমাদের ওপর কোন আধিপত্য ছিল না।” (সূরা ইবরাহীম ১৪:২২) শয়তান এবং শয়তানের বন্ধুরা উভয়েরই ঠিকানা জাহান্নাম। পক্ষান্তরে যারা ঈমানদার তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নহরসমূহ প্রবাহিত।
আয়াত থেকে শিক্ষণীয় বিষয়:
১. আল্লাহ তা‘আলা শির্ক-এর গুনাহ ব্যতীত যাকে ইচ্ছা সব মাফ করে দেবেন। কিন্তু শির্কে আকবারের গুনাহ মাফ করবেন না।
২. আল্লাহ তা‘আলা ব্যতীত অন্য সকলের ইবাদতকারীরা শয়তান পূজারী।
৩. শয়তানের পদাঙ্ক অনুসরণ করা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করার নামান্তর।
৪. শয়তানের অস্ত্র হল মিথ্যা প্রতিশ্রুতি।
Social Share
Share With Social Media
Or Copy Link
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Are You Sure you want to Delete Pin
“” ?
Add to Collection
Bookmark
Pins
Social Share
Share With Social Media
Or Copy Link
Audio Settings