Surah As Saffat Tafseer
Tafseer of As-Saffat : 49
Saheeh International
As if they were [delicate] eggs, well-protected.
Tafsir Fathul Mazid
Tafseer 'Tafsir Fathul Mazid' (BN)
৪০-৪৯ নম্বর আয়াতের তাফসীর :
পূর্বের আয়াতগুলোতে কাফির-মুশরিকদের শাস্তি সম্পর্কে আলোচনা করার পর এখানে আল্লাহ তা‘আলা তাঁর একনিষ্ঠ মু’মিন বান্দারা পরকালে যে নেয়ামতপূর্ণ জান্নাতে থাকবে তার বিবরণ তুলে ধরেছেন। জান্নাতীরা জান্নাতে পরম সুখে বসবাস করবে। তাদের জন্য সেখানে থাকবে অপরিমেয় রিযিক, ফল-মূল আর তারা সেখানে সম্মানের সাথে থাকবে। সুখময় বাগানসমূহে তারা পরস্পর মুখোমুখী হয়ে বসে থাকবে। তাদেরকে তথায় পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপূর্ণ পান পাত্র।
كاس মদভর্তি পান পাত্রকে বলা হয়। مَعِيْنٍ হলো প্রবাহিত ঝর্ণা।
অর্থাৎ- প্রবাহিত ঝর্ণার ন্যায় জান্নাতে সর্বদা শরাব বা পানীয় দ্রব্য পাওয়া যাবে। আর সে শরাব হবে শুভ্র, উজ্জ্বল এবং পানকারীদের জন্য সুস্বাদু। যা পান করলে পানকারীগণ মাতাল হবে না এবং কোন প্রকার ক্ষতিও হবে না। আল্লাহ তা‘আলা বলেন,
(یَطُوْفُ عَلَیْھِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَﭠﺫ بِاَکْوَابٍ وَّاَبَارِیْقَﺃ وَکَاْسٍ مِّنْ مَّعِیْنٍﭡﺫ لَّا یُصَدَّعُوْنَ عَنْھَا وَلَا یُنْزِفُوْنَﭢﺫ )
“তাদের সেবায় ঘোরাফেরা করবে চির কিশোররা। পানপাত্র, ঘটি ও শরাবে পরিপূর্ণ পেয়ালা নিয়ে, (এরা হাজির হবে।) সেই সুরা পানে তাদের মাথা ব্যথা হবে না, তারা জ্ঞানহারাও হবে না।” (সূরা ওয়া-ক্বি‘আহ্ ৫৬ : ১৭-১৯)
এরপর বলা হচ্ছে যে, জান্নাতে জান্নাতীদের জন্য থাকবে আনতনয়না, আয়তলোচনা অর্থাৎ- বড় ও টানা টানা চক্ষুবিশিষ্ট হুর/তরুণীগণ, তাদেরকে মনে হবে যেন তারা সুরক্ষিত মণি-মুক্তার মতো। আল্লাহ তা‘আলা বলেন :
(وَحُوْرٌ عِيْنٌ- كَأَمْثَالِ الْلُّؤْلُؤِ الْمَكْنُوْنِ)
“আর (তাদের জন্য থাকবে) সুন্দর চক্ষুধারী হূর, সুরক্ষিত মুক্তা সদৃশ।” (সূরা ওয়া-ক্বি‘আহ্ ৫৬ : ২২-২৩) এ আয়াতে জান্নাতী হুরদের তিনটি গুণ বর্ণনা করা হয়েছে যেগুলো হলো- ১. বড় বড় চক্ষু, ২. টানা টানা চক্ষু, ৩. মণি-মুক্ত/ডিমের মতো সুরক্ষিত হবে।
আল্লাহ তা‘আলা আরো বলেন,
(فِيْهِنَّ قٰصِرٰتُ الطَّرْفِ لا لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ - فَبِأَيِّ اٰلَا۬ءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ - كَأَنَّهُنَّ الْيَاقُوْتُ وَالْمَرْجَانُ)
“সেখানে রয়েছে বহু আনতনয়না স্ত্রীগণ, যাদেরকে তাদের পূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করেনি। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নেয়ামত অস্বীকার করবে? তারা যেন হীরা ও মতি; (সূরা র্আ রহমান ৫৫ : ৫৬-৫৮)
সুতরাং এরূপ নিয়ামতপূর্ণ জান্নাত পেতে হলে অবশ্যই ঈমানের সাথে সৎ আমল করতে হবে এবং ঈমান বিনষ্টকারী কাজে লিপ্ত হওয়া যাবে না।
আয়াত হতে শিক্ষণীয় বিষয় :
১. জান্নাতীদের জন্য তথায় সকল প্রকার পানীয় পানের ব্যবস্থা থাকবে।
২. জান্নাতে অনন্যা সুন্দরী হুরগণ থাকবে, যারা আনয়তনয়না ও আনুগত্যশীলা হবে।
Social Share
Share With Social Media
Or Copy Link
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Are You Sure you want to Delete Pin
“” ?
Add to Collection
Bookmark
Pins
Social Share
Share With Social Media
Or Copy Link
Audio Settings