Surah Saba Tafseer
Tafseer of Saba : 10
Saheeh International
And We certainly gave David from Us bounty. [We said], "O mountains, repeat [Our] praises with him, and the birds [as well]." And We made pliable for him iron,
Tafsir Fathul Mazid
Tafseer 'Tafsir Fathul Mazid' (BN)
১০-১১ নং আয়াতের তাফসীর:
আল্লাহ তা‘আলা তাঁর বান্দা ও রাসূল দাঊদ (عليه السلام)-এর ওপর যে সকল নেয়ামত দান করেছিলেন তারই বর্ণনা দিচ্ছেন অত্র আয়াতদ্বয়ে। তাঁর সম্পর্কে সূরা আম্বিয়ার ৭৮-৮২ নং আয়াতে কিছু আলোচনা করা হয়েছে এবং সূরা সোয়াদের ১৭-২৫ নং আয়াতেও আলোচনা রয়েছে। আল্লাহ তা‘আলা দাঊদ (عليه السلام)-কে অনেক বৈশিষ্ট্য দান করেছিলেন। তন্মধ্যে এখানে দু’টি উল্লেখ রয়েছে, যেমনন
(১) তাঁকে অপূর্ব সুমধুর কণ্ঠস্বর দান করা হয়েছিল। যখন তিনি যাবূর তেলাওয়াত করতেন, তখন কেবল মানুষ নয় বরং পাহাড় ও পক্ষীকুল পর্যন্ত তা একমনে শুনত। অর্থাৎ পাহাড়-পর্বত ও পক্ষীকুল তাঁর অনুগত করে দিয়েছিলেন, ফলে তারাও দাঊদ (عليه السلام)-এর সাথে মহান আল্লাহর তাসবীহ পাঠ করত। আল্লাহ তা‘আলা বলেন:
(وَّسَخَّرْنَا مَعَ دَاو۫دَ الْجِبَالَ یُسَبِّحْنَ وَالطَّیْرَﺚ وَکُنَّا فٰعِلِیْنَ)
“আমি পর্বত ও বিহঙ্গকুলকে অধীন করে দিয়েছিলামন তারা দাঊদের সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত; আমিই ছিলাম এ সবকিছুর কর্তা।” (সূরা আম্বিয়া ২১:৭৯)
(২) লোহাকে আল্লাহ তা‘আলা তাঁর জন্য নরম করে দিয়েছিলেন। দাঊদ (عليه السلام) একজন দক্ষ কর্মকার ছিলেন। বিশেষ করে শত্র“র মোকাবেলার জন্য উন্নত মানের বর্ম নির্মাণে তিনি ছিলেন একজন দক্ষ কারিগর। যা বিক্রি করে তিনি সংসারের ব্যয় নির্বাহ করতেন। এটা ছিল তাঁর জন্য এক অলৌকক মু‘জিযাহ। ফলে তিনি লোহা গলিয়ে ভেজা মাটির মতো যেভাবে চাইতেন ঘুরিয়ে-ফিরিয়ে ইচ্ছামত জিনিস-পত্র তৈরী করতেন।
(يٰجِبَالُ أَوِّبِيْ مَعَه)- أَوِّبِيْ
-শব্দটি تاويب থেকে উদ্ভূত, অর্থ হল বার বার করা। আল্লাহ তা‘আলা পর্বতমালাকে নির্দেশ দিয়েছিলেন যখন দাঊদ (عليه السلام) আল্লাহ তা‘আলার যিকির ও তাসবীহ পাঠ করবে তখন তোমরাও তাঁর সাথে সে বাক্যসমূহ বার বার আবৃত্তি করবে। (ইবনু কাসীর)
سٰبِغٰتٍ -এর অর্থ হলো, পূর্ণ মাপের লম্বা লৌহবর্ম, যা যোদ্ধার পূর্ণ শরীর ঠিকভাবে আবৃত করে এবং তাকে শত্র“র আঘাত থেকে বাঁচাতে পারে।
(وَّقَدِّرْ فِي السَّرْدِ)
অর্থাৎ লৌহবর্মে কড়াগুলো যথাযথ সংযুক্ত করা। যাতে ছোট-বড় না হয়ে যায়, অথবা টাইট বা ঢিলা না হয়ে যায়। মোটকথা, কড়াসমূহ সংযুক্ত করতে তার খিলগুলো এমন পাতলা না হয় যাতে জোড়াগুলো নড়াচড়া করতেই থাকে এবং তাতে স্থিরতা না আসে।
পরন্তু এমন মোটাও যেন না হয়, যাতে তা ভেঙ্গেই যায় অথবা তা জমে না যায় এবং তা পরাই সম্ভব না হয়। এখানে দাঊদ (عليه السلام)-কে লৌহবর্ম তৈরী করার নিয়ম শিখানো হয়েছে।
অবশেষে এ সকল নেয়ামতের পরিবর্তে আল্লাহ তা‘আলা তাকে শুধু সৎ আমল করার নির্দেশ প্রদান করেছেন।
আয়াত হতে শিক্ষণীয় বিষয়:
১. দাঊদ (عليه السلام) আল্লাহর একজন প্রিয় বান্দা ও রাসূল ছিলেন।
২. দাঊদ (عليه السلام) একজন দক্ষ কারিগরও ছিলেন।
৩. নিজ হাতে কাজ করে খাওয়া নবীদের সুন্নাত।
৪. দাঊদ (عليه السلام)-কে অনেক বড় বড় মুজিযা দান করা হয়েছিল।
Social Share
Share With Social Media
Or Copy Link
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Are You Sure you want to Delete Pin
“” ?
Add to Collection
Bookmark
Pins
Social Share
Share With Social Media
Or Copy Link
Audio Settings