Surah Al Baqarah Tafseer
Tafseer of Al-Baqarah : 80
Saheeh International
And they say, "Never will the Fire touch us, except for a few days." Say, "Have you taken a covenant with Allah ? For Allah will never break His covenant. Or do you say about Allah that which you do not know?"
Ibn Kathir Partial
Tafseer 'Ibn Kathir Partial' (BN)
ইয়াহুদীদের অলীক কল্পনা যে, তারা মাত্র কয়েক দিন জাহান্নামের ‘আযাব ভোগ করবে
ইয়াহুদী জাতি যা বর্ণনা করে এবং যে মিথ্যা দাবী করে যে ‘ সামান্য কয়েকদিন ব্যতীত জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শই করবে না। অর্থাৎ কিছু দিন জাহান্নামের আগুনে থাকলে পরে তারা তা থেকে মুক্তি পাবে’ এমন দাবীকে প্রত্যাখ্যান করে মহান আল্লাহ বলেন, ‘বলো, ‘তোমরা কি মহান আল্লাহ্র নিকট থেকে প্রতিশ্রুতি নিয়েছো যে প্রতিশ্রুতি মহান আল্লাহ ভঙ্গ করবেন না?’ অত্র আয়াতে أم এর অর্থ হলো بل তথা বরং। অর্থাৎ বরং তোমরা মহান আল্লাহ্র ওপর এমন কিছু মিথ্যা অপবাদ প্রদান করছো যা তোমরা জানো না।
ইবনে ‘আব্বাস (রাঃ) বলেন যে, ইয়াহুদীরা বলতোঃ ‘পৃথিবীর মোট সময়কাল হচ্ছে সাত হাজার বছর। প্রতি হাজার বছরের পরিবর্তে আমাদের একদিন শাস্তি হবে। তাহলে আমাদেরকে মাত্র সাত দিন জাহান্নামে থাকতে হবে।’ তাদের এ কথাকে খণ্ডন করতে এ আয়াত অবতীর্ণ হয়।
কারো কারো মতে তারা চল্লিশ দিন জাহান্নামে থাকবে বলে ধারণা করতো। (তাফসীর তাবারী ২/২৭৬) কেননা তাদের পূর্বপুরুষরা চল্লিশ দিন পর্যন্ত গো-বৎসের পূজা করেছিলো। কারো কারো মতে তাদের এই ধারণা হওয়ার কারণ ছিলো এই যে, তাওরাতে আছেঃ ‘জাহান্নামের দুই তীরের ‘যাক্কুম’ নামক বৃক্ষ পর্যন্ত চল্লিশ দিনের পথ।’ তাই তারা বলতো যে, এ সময়ের পরে শাস্তি উঠে যাবে।
একটি বর্ণনায় আছে যে, তারা রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সামনে বললো, চল্লিশ দিন পযন্ত আমরা জাহান্নামে অবস্থান করবো, অতঃপর অন্যেরা আমাদের জায়গায় এসে যাবে অথাৎ আপনার উম্মাত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন তাদের মাথায় হাত রেখে বলেন না, বরং তোমারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে। সেই সময় এই আয়াত অবতীর্ণ হয়।
এ ছাড়া হাফিয আবূ বাকর ইবনে মারদুওয়ায় (রহঃ) আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণনা করেনঃ খাইবার যুদ্ধে বিজয় লাভ করার পর ইয়াহূদীরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বিষ মিশ্রিত একটি আস্ত ভেড়ার রোষ্ট উপহার হিসাবে পাঠায়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আদেশ করলেনঃ এ এলাকায় যে ইয়াহুদীরা রয়েছে তাদের সকলকে সমবেত করো। ইয়াহুদীরা উপস্থিত হলে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেনঃ তোমাদের পিতা কে? তারা উত্তরে বললোঃ অমুক, অমুক, অমুক। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমরা মিথ্যা বলছো, তোমাদের পিতা অমুক, অমুক এবং অমুক। তখন তারা বললোঃ আপনি ঠিকই বলেছেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে জিজ্ঞেস করলেনঃ আচ্ছা বলতো, এবার যদি আমি তোমাদেরকে কোন কিছু সম্পর্কে জিজ্ঞেস করি তাহলে সঠিক উত্তর দিবে কি? তারা উত্তরে বললোঃ হ্যাঁ আবুল কাসিম! আমরা যদি মিথ্যা বলি তাহলে আপনি তো আমাদের পিতাদের নাম মিথ্যা বলার মতো সত্য ঘটনা বুঝতেই পারবেন। এরপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রশ্ন করলেনঃ বলো তো জাহান্নামের অধিবাসী কারা? তারা উত্তরে বললোঃ আমরা কিছুদিন জাহান্নামে অবস্থান করবো এবং এরপর আপনার উম্মাত আমাদের স্থলাভিষিক্ত হবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমাদের ধ্বংস হোক এবং তোমরা অপমানিত হও! মহান আল্লাহ্র শপথ! আমরা কখনো তোমাদের স্থলাভিষিক্ত হবো না। অতঃপর তিনি বললেনঃ আমি যদি আর একটি প্রশ্ন করি তাহলে তোমরা সঠিক উত্তর দিবে কি? তারা বললোঃ হ্যাঁ আবুল কাসিম! তিনি প্রশ্ন করলেনঃ তোমরা কি এই ভেড়ার গোস্তে বিষ মিশিয়েছো? তারা বললোঃ হ্যাঁ। তিনি আবার প্রশ্ন করলেনঃ কোন উদ্দেশ্যে তোমরা এটা করেছো? তারা বললোঃ আমরা জানতে চাচ্ছিলাম যে, আপনি যদি মিথ্যা নবীর দাবীদার হোন তাহলে আমরা যেন আপনার কাছ থেকে পরিত্রাণ পাই, আর আপনি যদি সত্য নবী হোন তাহলে বিষ আপনার কোনই ক্ষতি করতে পারবে না। (সহীহুল বুখারী-৬/৩১৬৯, ১০/৫৭৭৭, সুনান দারিমী ১/৪৭/হা৬৯, মুসনাদে আহমাদ ২/৪৫১, ফাতহুল বারী ৬/৩১৪, নাসাঈ ৬/৪১৩, দালায়েলুন নবুওয়্যাহ ৪/২৫৬)
Social Share
Share With Social Media
Or Copy Link
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Are You Sure you want to Delete Pin
“” ?
Add to Collection
Bookmark
Pins
Social Share
Share With Social Media
Or Copy Link
Audio Settings