Surah Al Baqarah Tafseer
Tafseer of Al-Baqarah : 170
Saheeh International
And when it is said to them, "Follow what Allah has revealed," they say, "Rather, we will follow that which we found our fathers doing." Even though their fathers understood nothing, nor were they guided?
Ibn Kathir Partial
Tafseer 'Ibn Kathir Partial' (BN)
মুশরিকরা অন্য মুশরিকদেরই অনুসরণ করে
মহান আল্লাহ বলছেন যে, কাফির ও মুশরিকদের যখন বলা হয় যে, তারা যেন মহান আল্লাহ্র কিতাব ও রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সুন্নাতের অনুসরণ এবং নিজেদের ভ্রষ্টতা ও অজ্ঞতাকে পরিত্যাগ করে তখন তারা বলে যে, তারা তাদের বড়দের পথ ধরে রয়েছে। তাদের পিতৃপুরুষ যাদের পূজা অর্চনা করতো তারাও তাদের উপাসনা করছে এবং করতে থাকবে। তাদের উত্তরেই আল কুর’আন ঘোষণা করছে যে, তাদের পিতৃপুরুষদের কোন জ্ঞান ছিলো না এবং তারা সুপথগামী ছিলো না। ইবনে ‘আব্বাস (রাঃ) বলেনঃ এই আয়াতটি ইয়াহূদীদের সম্বন্ধে অবতীর্ণ যাদেরকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দীন ইসলামের প্রতি আহ্বান করেছিলেন। কিন্তু তারা উত্তরে বলেছিলোঃ ‘আমরা বরং আমাদের পূর্ব পুরুষদেরকে যার ওপর পেয়েছি তাতেই স্থির থাকবো।’ (তাফসীর তাবারী ৩/৩০৫)
অবিশ্বাসীরা পশুর চেয়েও অধম
মহান আল্লাহ অবিশ্বাসীদের উদাহরণ দিয়ে বলেনঃ
﴿لِلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ مَثَلُ السَّوْءِ﴾
‘যারা আখিরাতে বিশ্বাস করে না তারা নিকৃষ্ট প্রকৃতির সদৃশ।’ (১৬ নং সূরা নাহল, আয়াত নং ৬০)
ইবনে ‘আব্বাস (রাঃ), আবুল ‘আলিয়া (রহঃ), মুজাহিদ (রহঃ), ইকরামাহ (রহঃ), ‘আত আল খুরাসানী (রহঃ) এবং রাবী‘ ইবনে আনাস (রহঃ) প্রমুখ তাদের দৃষ্টান্ত পেশ করে বলেছেন যে, মাঠে বিচরণকারী জন্তুগুলো যেমন রাখালের কথা সঠিকভাবে বুঝতে পারে না, শুধুমাত্র শব্দই এদের কানে পৌঁছে থাকে এবং এরা কথার ভালো ও মন্দ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অজ্ঞাত থাকে, এইসব লোকের অবস্থাও ঠিক তদ্রুপ। (তাফসীর ইবনে আবি হাতিম ১/২২৫, ২২৮) এই আয়াতের ভাবার্থ এটাও হতে পারে যে, মহান আল্লাহকে ছেড়ে এরা যাদের পূজা করে এবং তাদের প্রয়োজন ও মনস্কামনা পূর্ণ করার প্রার্থনা জানিয়ে থাকে তারা না এদের কথা শুনতে পায়, না জানতে পারে, আর না দেখতে পায়। তাদের মধ্যে না আছে জীবন, আর না আছে কোন অনুভূতি।
কাফেরদের এই দলটি সত্য কথা শোনা হতে বধির, বলা হতে বোবা, সত্য পথে চলা হতে অন্ধ এবং সত্যের অনুধাবন হতেও এরা বহু দূরে রয়েছে। যেমন অন্য স্থানে মহান আল্লাহ বলেনঃ
﴿وَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا صُمٌّ وَّ بُكْمٌ فِی الظُّلُمٰتِ مَنْ یَّشَاِ اللّٰهُ یُضْلِلْهُ وَ مَنْ یَّشَاْ یَجْعَلْهُ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِیْمٍ﴾
‘আর যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা মনে করে তারা অন্ধকারে নিমজ্জিত মুক ও বধির, মহান আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা হিদায়াতের সরল সহজ পথের সন্ধান দেন।’ (৬ নং সূরা আন‘আম, আয়াত নং ৩৯)
Social Share
Share With Social Media
Or Copy Link
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Are You Sure you want to Delete Pin
“” ?
Add to Collection
Bookmark
Pins
Social Share
Share With Social Media
Or Copy Link
Audio Settings