2:168

يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ كُلُواۡ مِمَّا فِى ٱلۡأَرۡضِ حَلَٰلاً طَيِّبًا وَلَا تَتَّبِعُواۡ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِ‌ۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوٌّ مُّبِينٌ١٦٨

Saheeh International

O mankind, eat from whatever is on earth [that is] lawful and good and do not follow the footsteps of Satan. Indeed, he is to you a clear enemy.

Tafsir "Ibn Kathir Partial" (Bengali)

হারাম খাওয়া এবং শায়তানের পদাঙ্ক অনুসরণ না করা মহান আল্লাহ তাওহীদের বর্ণনা দেয়ার পর এখানে বর্ণনা দিচ্ছেন যে, তিনি একাই সব কিছুই সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টজীবের আহারদাতাও তিনিই। তিনি বলেনঃ তোমরা আমার এই অনুগ্রহের কথা ভুলে যেয়ো না যে, আমি তোমাদের জন্য উত্তম ও পবিত্র জিনিসগুলো বৈধ করেছি যা তোমাদের কাছে খুবই সুস্বাদু ও তৃপ্তিদানকারী। ঐ খাদ্য তোমাদের শরীর স্বাস্থ্য এবং জ্ঞান বিবেকের কোন ক্ষতি করে না। আমি তোমাদের শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করছি। কেউ কেউ তোমাদেরকে শয়তানের পথে চলে কতোগুলি হালাল বস্তু তাদের ওপর হারাম করে নিয়েছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে তোমাদের অবস্থাও তদ্রুপই হবে। যেমনটি ঘটেছিলো ‘বাহীরা’ (যে উটনীর দুধ শুধুমাত্র মূর্তির জন্য নির্দিষ্ট করা হয়েছিলো এবং অন্যাদের পান করা নিষিদ্ধ ছিলো) অথবা ‘সাইবা’ (যে উটনীকে দেব-দেবীর নামে স্বাধীনভাবে চলাচলের জন্য ছেড়ে দেয়া হতো এবং কোন বোঝা বহন করায় নিষেধাজ্ঞা ছিলো) অথবা ‘ওয়াসীলা’ (যে উটনী যে প্রথম ও দ্বিতীয় প্রসবকালে উটনী বাচ্চা প্রসব করতো তাকে দেব-দেবীর নামে ছেড়ে দেয়া হতো) এবং অন্যান্য জাহিলিয়াতের কাজসমূহ পালন করার জন্য শায়তান তাদের কাছে অতি আকর্ষনীয় করে তুলে ধরতো এবং তারাও মহান আল্লাহ্‌র আদেশ অমান্য করে তা পালন করতো। ইমাম মুসলিম আইয়াদ ইবনে হিমার (রহঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মহান আল্লাহ বলেনঃإن كل ما أمنحُه عبادي فهو لهم حلال" وفيه: "وإني خلقت عبادي حُنَفاء فجاءتهم الشياطين فاجتالتهم عن دينهم، وحَرَّمتْ عليهم ما أحللتُ لهم".‘আমি যে ধন-সম্পদ আমার বান্দাদেরকে প্রদান করেছি তা তার জন্য বৈধ করেছি। আমি আমার বান্দাদের একাত্মবাদী রূপে সৃষ্টি করেছি, কিন্তু শায়তান তাদেরকে এই সুদৃঢ় ধর্ম হতে সরিয়ে ফেলেছে এবং আমার বৈধকৃত বস্তুকে তাদের ওপর অবৈধ করে দিয়েছে। (হাদীসটি সহীহ। সহীহ মুসলিম ৪/৬৩/২১৯৭, মুসনাদে আহমাদ ৪/১৬২)হাফিয আবূ বাকর ইবনে মারদুওয়ায় (রহঃ) একটি সূত্রে ‘আবদুল্লাহ ইবনে ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সামনে এই আয়াতটি পঠিত হলে সা‘দ ইবনে আবী ওয়াক্কাস (রাঃ)দাঁড়িয়ে বলেনঃ ‘হে মহান আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমার জন্য দু‘আ করুন যেন মহান আল্লাহ আমার প্রার্থনা কবূল করেন।’ তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ"يا سعد، أطب مطعمك تكن مستجاب الدعوة، والذي نفس محمد بيده، إن الرجل ليَقْذفُ اللقمة الحرام في جَوْفه ما يُتَقبَّل منه أربعين يومًا، وأيّما عبد نبت لحمه من السُّحْت والربا فالنار أولى به".‘হে সা‘দ! পবিত্র জিনিস এবং হালাল খাদ্য আহার করো, তাহলেই মহান আল্লাহ তোমার প্রার্থনা মঞ্জুর করবেন। যে মহান আল্লাহ্‌র হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে তাঁর শপথ! যে হারাম গ্রাস মানুষ তার পেটের ভিতরে নিক্ষেপ করে, তারই কুফল স্বরূপ চল্লিশ দিন পর্যন্ত তার কোন ‘ইবাদত গৃহীত হয় না। হারাম আহার্যের দ্বারা শরীরের যে গোশত বৃদ্ধি প্রাপ্ত হয় তা জাহান্নামী।’ (হাদীসটি য‘ঈফ। আল মাজমা‘উয যাওয়ায়েদ ১০/২৯১, আত-তারগীব ওয়াত তারহীব ২/৫৪৭, মীযানুল ই‘তিদালা-১/৫৩৯)মহান আল্লাহ্‌র বাণীঃ اِنَّه لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ‘বস্তুত সে তোমাদের প্রকাশ্য শত্রু।’ এটা মহান আল্লাহ্‌র পক্ষ একটি সতর্কবাণী। যেমন মহান আল্লাহ বলেনঃ﴿اِنَّ الشَّیْطٰنَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّا اِنَّمَا یَدْعُوْا حِزْبَه لِیَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِیْرِ﴾ ‘শয়তান তোমাদের শত্রু; সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সে তো তার দলবলকে আহ্বান করে শুধু এ জন্য যে, তারা যেন উত্তপ্ত জাহান্নামের সাথী হয়।’ (৩৫ নং সূরা আল ফাতির, আয়াত নং ৬)অন্য এক জায়গায় মহান আল্লাহ বলেনঃ﴿اَفَتَتَّخِذُوْنَهٗ وَ ذُرِّیَّتَهٗۤ اَوْلِیَآءَ مِنْ دُوْنِیْ وَ هُمْ لَكُمْ عَدُوٌّ١ؕ بِئْسَ لِلظّٰلِمِیْنَ بَدَلًا﴾ ‘তাহলে কি তোমরা আমার পরিবর্তে তাকে অথাৎ ইবলীসকে এবং তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করছো? তারা তো তোমাদের শত্রু; সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে কতো নিকৃষ্ট বদলা।’ (১৮ নং সূরা কাহফ, আয়াত নং ৫০)ولا تتبعوا خطوات الشيطان এর অর্থ প্রসঙ্গে কাতাদাহ (রহঃ) এবং সুদ্দী (রহঃ) বলেন, মহান আল্লাহ্‌র যে কোন আদেশ অমান্যকরণ যাতে শায়তানের প্ররোচনা রয়েছে, তাই خطواتالشيطان এর অন্তর্ভুক্ত। ইমাম শাফি‘ঈ (রহঃ) বলেন একটি লোক নযর মানে যে, সে তার ছেলেকে যবেহ করবে। মাসরুক (রহঃ) এর নিকট এই সংবাদ পৌঁছলে তিনি ফাতাওয়া দেন যে, সে যেন একটি মেষ যবেহ করে। কেননা এই নযর খুতুওয়াতিশ শায়াত্বীনের অন্তর্গত। ‘আবদুল্লাহ ইবনে মাস‘উদ (রাঃ) একবার ছাগীর খুর লবন দিয়ে খাচ্ছিলেন। তার পার্শ্বে উপবিষ্ট এক ব্যক্তি দূরে সরে গিয়ে উপবেশন করে। তিনি অর্থাৎ ‘আবদুল্লাহ ইবনে মাস‘উদ (রাঃ) লোকটিকে বলেনঃ এসো খাও। সে বলেঃ আমি খাবো না। তিনি বলেন, তুমি কি সাওম রেখেছো? সে বলেঃ না, কিন্তু আমি এটা নিজের ওপর হারাম করেছি। তখন তিনি বলেন, এটা শায়তানের পথে চলা হচ্ছে। তোমার কসমের কাফ্ফারা আদায় করো ও এটা খেয়ে নাও। আবূ রাফি‘ (রহঃ) বলেন, একবার আমি আমার স্ত্রীর ওপর অসন্তুষ্ট হলে সে বলে, তুমি যদি তোমার স্ত্রীকে তালাক না দাও তবে আমি একদিন ইয়াহুদিয়্যাহ, একদিন নাসারানিয়্যাহ এবং আমার সমস্ত গোলাম আযাদ। এখন আমি ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রাঃ) এর নিকট বিষয়টি জিজ্ঞেস করতে আসি যে, এখন কি করা যায়। তখন তিনি বলেন যে, এটা হচ্ছে শায়তানের পদাঙ্ক অনুসরণ। অতঃপর আমি যায়নাব বিনতে সালামাহ (রাঃ) এর নিকট গমন করি। সেই সময় গোটা মাদীনা নগরীতে তার মতো সুশিক্ষিত ও জ্ঞানবতী নারী আর একজনও ছিলেন না। আমি তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করি। তার কাছেও এই উত্তরই পাই। ইবনে ‘আব্বাস (রাঃ) ও এই ফাতাওয়া দেন। ইবনে ‘আব্বাস (রাঃ) এর ফাতাওয়া এই যে, ক্রোধের অবস্থায় যে কসম করা হয় এবং এই অবস্থায় যে নযর মানা হয় এর সবগুলোই শায়তানের পদাঙ্ক অনুসরণ। কসমের কাফ্ফারার সমান কাফ্ফারা আদায় করে দিতে হবে।এরপর মহান আল্লাহ বলেনঃ﴿اِنَّمَا یَاْمُرُكُمْ بِالسُّوْٓءِ وَ الْفَحْشَآءِ وَ اَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ﴾ ‘শয়তান তোমাদেরকে অসৎ কাজ করতে প্ররোচিত করে। যেমন ব্যভিচার করতে এবং মহান আল্লাহ সম্বন্ধে এমন কথা বলতে প্ররোচিত করে যে সম্বন্ধে তোমাদের কোন জ্ঞান নেই।’ অর্থাৎ তোমাদের শত্রু শয়তান তোমাদেরকে খারাপ কাজ করতে নির্দেশ দেয়, আর খারাপ কাজগুলোর মধ্যে জঘন্যতম খারাপ কাজ হচ্ছে ব্যভিচার ও এ জাতীয় কাজ। সুতরাং প্রত্যেক কাফির ও বিদ‘আতপন্থী এর অন্তর্ভুক্ত যারা অন্যায় কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজে উৎসাহ প্রদান করে।

Arabic Font Size

30

Translation Font Size

17

Arabic Font Face

Help spread the knowledge of Islam

Your regular support helps us reach our religious brothers and sisters with the message of Islam. Join our mission and be part of the big change.

Support Us