Surah Al Furqan Tafseer
Tafseer of Al-Furqan : 29
Saheeh International
He led me away from the remembrance after it had come to me. And ever is Satan, to man, a deserter."
Tafsir Fathul Mazid
Tafseer 'Tafsir Fathul Mazid' (BN)
২৫-২৯ নং আয়াতের তাফসীর:
এখানে আল্লাহ তা‘আলা কিয়ামতের ভয়াবহ অবস্থার বর্ণনা দিচ্ছেন। কিয়ামতের দিন অবস্থা এতই ভয়াবহ হবে যে, আকাশ মেঘমালার ভারত্বে বিদীর্ণ হয়ে যাবে, এ মেঘমালাতে আল্লাহ তা‘আলা ও ফেরেশতারা বিচার-ফায়সালা করার জন্য আগমন করবেন। ফেরেশতারা এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। যেমন আল্লাহ তা‘আলা বলেন:
(فَإِذَا انْشَقَّتِ السَّمَا۬ءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ)
“যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন ওটা লাল চামড়ার মত রক্তবর্ণ ধারণ করবে; (সূরা রহমান ৫৫:৩৭)
অন্যত্র আল্লাহ তা‘আলা বলেন:
(وَّجَا۬ءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا)
“এবং তোমার পালনকর্তা আগমন করবেন ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবে। ” (সূরা ফাজর ৮৯:২২)
আল্লাহ তা‘আলা আরো বলেন:
(هَلْ يَنْظُرُوْنَ إِلَّآ أَنْ يَّأْتِيَهُمُ اللّٰهُ فِيْ ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلَا۬ئِكَةُ وَقُضِيَ الْأَمْرُ ط وَإِلَي اللّٰهِ تُرْجَعُ الْأُمُوْرُ)
“তারা কি শুধু এ অপেক্ষাই করছে যে, আল্লাহ তা‘আলা মেঘমালার ছায়া তলে তাদের নিকট আগমন করবেন, আর ফেরেশতারাও (আসবেন) এবং সকল বিষয়ের মীমাংসা করা হবে। আর প্রতিটি বিষয় (শেষ পর্যন্ত) আল্লাহ তা‘আলার দিকেই প্রত্যাবর্তিত হবে।” (সূরা বাকারাহ ২:২১০)
সেদিন কর্তৃত্ব হবে কেবলমাত্র আল্লাহ তা‘আলা জন্য। আল্লাহ তা‘আলা ব্যতীত কারো কোন ক্ষমতা থাকবে না। তিনি যা করবেন ও বলবেন তা-ই হবে, ব্যতিক্রম কিছুই হবে না। দুনিয়ার রাজা-বাদশাহ, ফকীর, স্বাধীন-দাস সবাই সমান হয়ে যাবে। কোন পার্থক্য থাকবে না।
অতঃপর আল্লাহ তা‘আলা বলেন, কিয়ামতের দিন যারা কুফরী ও শির্ক করে নিজেদের ওপর জুলুম করেছে তারা কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি দেখে ও নিজেদের অপরাধের কথা স্মরণ করে হাত কামড়াতে থাকবে; যেমন দুনিয়াতে আমরা দেখি মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হলে হাতের আঙ্গুল কামড়ায় তেমনি কাফিররা কিয়ামতের দিন কামড়াতে থাকবে আর বলবে: যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। (তারা হল মানুষ ও জিন শয়তান) হায়! আমি যদি রাসূলের অনুসারী হতাম। এরকমভাবে তারা আফসোস করতে থাকবে। কিন্তু তথায় আফসোস করে আর কোন লাভ হবে না। আল্লাহ তা‘আলা বলেন:
(رُبَمَا يَوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ كَانُوْا مُسْلِمِيْنَ)
“কখনও কখনও কাফিরগণ আকাক্সক্ষা করবে যে, তারা যদি মুসলিম হত!” (সূরা হিজর ১৫:২)
সুতরাং কথায় আছেন সৎ সঙ্গে সর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ। তাই আমাদের উচিত অসৎ মানুষের সঙ্গ ত্যাগ করে ভাল মানুষের সঙ্গ গ্রহণ করা এবং সৎ আমল করা, অন্যথায় মুক্তি পাওয়া যাবে না।
আয়াত হতে শিক্ষণীয় বিষয়:
১. কিয়ামতে আকাশ বিদীর্ণ হয়ে যাবে।
২. আল্লাহ তা‘আলা ও ফেরেশতাগণ নেমে আসবেন বিচার-ফায়সালা করার জন্য।
৩. যারা খারাপ ও অসৎ ব্যক্তিদেরকে সঙ্গীরূপে গ্রহণ করেছিল তারা কিয়ামতের দিন আফসোস করবে।
৪. যারা রাসূলের পথে চলবে তারাই সেদিন নাযাত পাবে।
Social Share
Share With Social Media
Or Copy Link
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Are You Sure you want to Delete Pin
“” ?
Add to Collection
Bookmark
Pins
Social Share
Share With Social Media
Or Copy Link
Audio Settings