Surah Al Mu'minun Tafseer
Tafseer of Al-Mu'minun : 86
Saheeh International
Say, "Who is Lord of the seven heavens and Lord of the Great Throne?"
Tafsir Fathul Mazid
Tafseer 'Tafsir Fathul Mazid' (BN)
৮৪-৯০ নং আয়াতের তাফসীর:
মক্কার মুশরিকরা আল্লাহ তা‘আলার তাওহীদে রুবুবিয়াহ তথা সকল কিছুর সৃষ্টিকর্তা, রিযিকদাতা, হায়াত-মওতের মালিক একমাত্র আল্লাহ তা‘আলা তা বিশ্বাস করতন সে কথা এখানে তুলে ধরা হয়েছে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আকাশ-জমিনের মালিক, সৃষ্টিকর্তা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ ও বিপদ থেকে মুক্তি দান কে করে থাকেন মক্কার মুশরিকরা এক কথায় উত্তর দিবে, সব আল্লাহ তা‘আলা করে থাকেন। যেমন আল্লাহ তা‘আলার বাণী:
(قُلْ مَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَا۬ءِ وَالْأَرْضِ أَمَّنْ يَّمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُّخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُّدَبِّرُ الْأَمْرَ ط فَسَيَقُوْلُوْنَ اللّٰهُ ج فَقُلْ أَفَلَا تَتَّقُوْنَ)
“বল: ‘কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী হতে জীবনোপকরণ সরবরাহ করে অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তি কার কর্তৃত্বাধীন, জীবিতকে মৃত হতে কে বের করে এবং মৃতকে জীবিত হতে কে বের করে এবং সকল বিষয় কে নিয়ন্ত্রণ করে?’ তখন তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ তা‘আলা।’ বল: ‘তবুও কি তোমরা সাবধান হবে না?’’ (সূরা ইউনুস ১০:৩১) এরূপ অনেক আয়াত রয়েছে যা প্রমাণ করে মুশরিকরা আল্লাহ তা‘আলার রুবুবিয়াহ স্বীকার করত।
(أَفَلَا تَتَّقُوْنَ)
অর্থাৎ তোমরা জান এবং স্বীকারও করছন সব কিছু আল্লাহ তা‘আলা করে থাকেন, তবুও কি তোমরা আল্লাহ তা‘আলাকে ভয় করে মূর্তিপূজো ছাড়বে না? তিনি যদি এসব কিছু করে থাকেন তাহলে তিনিই কি সকল ইবাদত পাওয়ার হকদার নন?
তারা এ কথাও স্বীকার করত যে, সকল কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তা‘আলার হাতে। তারপরও তারা আল্লাহ তা‘আলার সাথে অন্যদেরকে শরীক করত এবং বলত যে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এরূপ করতে দেখেছি। যেমন তাদের কথা:
(إِنَّا وَجَدْنَآ اٰبَا۬ءَنَا عَلٰٓي أُمَّةٍ وَّإِنَّا عَلٰٓي اٰثٰرِهِمْ مُّقْتَدُوْنَ)
“আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক মতাদর্শের ওপর এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি।” (সূরা যুখরুফ ৪৩:২৩)
আর এ ব্যাপারে তাদের কোন দলীলও ছিল না যে, তারা দলীল পেশ করবে; বরং তারা নিজেদের খেয়াল-খুশির অনুসরণ করত। আল্লাহ তা‘আলার বাণী:
(وَمَنْ يَّدْعُ مَعَ اللّٰهِ إلٰهًا اٰخَرَ لا لَا بُرْهَانَ لَه۫ بِه۪ لا فَإِنَّمَا حِسَابُه۫ عِنْدَ رَبِّه۪ ط إِنَّه۫ لَا يُفْلِحُ الْكٰفِرُوْنَ)
“যে ব্যক্তি আল্লাহ তা‘আলার সাথে অন্য মা‘বূূদের ইবাদত করে, যার পক্ষে তার কোন প্রমাণ নেই; তার হিসেব তার প্রতিপালকের নিকট; নিশ্চয়ই কাফিরগণ সফলকাম হবে না।” (সূরা মু’মিনূন ২৩:১১৭)
অতএব বলা যায় যে, দলীল-প্রমাণ ব্যতীত কোন আমল করা যাবে না, বরং যতটুকু প্রমাণ পাওয়া যাবে ততটুকুই মানতে হবে; এর কমও না আবার বেশিও না।
আয়াত হতে শিক্ষণীয় বিষয়:
১. সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা, পালনকর্তা, মালিক একমাত্র আল্লাহ তা‘আলা।
২. সর্বদা সত্য পথে থাকবে হবে। সত্য হতে বিচ্যুত হওয়া যাবে না।
৩. কোন প্রকার শিরক করা যাবে না।
Social Share
Share With Social Media
Or Copy Link
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Are You Sure you want to Delete Pin
“” ?
Add to Collection
Bookmark
Pins
Social Share
Share With Social Media
Or Copy Link
Audio Settings