Surah Ar Rad Tafseer
Tafseer of Ar-Ra'd : 13
Saheeh International
And the thunder exalts [ Allah ] with praise of Him - and the angels [as well] from fear of Him - and He sends thunderbolts and strikes therewith whom He wills while they dispute about Allah ; and He is severe in assault.
Tafsir Fathul Mazid
Tafseer 'Tafsir Fathul Mazid' (BN)
১২-১৩ নং আয়াতের তাফসীর:
মেঘ, বৃষ্টি ও রোদ আল্লাহ তা‘আলার অপার নেয়ামত। বৃষ্টির মাঝে মাঝে আল্লাহ তা‘আলা বিদ্যুৎ চমক সৃষ্টি করেন। এ বিদ্যুৎ চমক দেখানোর মাঝে দুটি হিকমত রয়েছে। ১. মানুষকে ভয় দেখানো, ২.আশ্বস্ত করা।
কাতাদাহ (রহঃ) বলেন: ভয় হল মুসাফিরের জন্য, কারণ পথিমধ্যে বিদ্যুৎ চমক দেখলে মনের মধ্যে প্রাণনাশের আশংকা জাগে। আর আশা হল বাড়িতে বসে থাকা কৃষক শ্রেণির ব্যক্তিদের জন্য। কারণ বিদ্যুৎ চমক মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা পূর্ব সংকেত, তাই ফসল ফলানো যাবে এবং তাতে বরকত হবে মনের মধ্যে এই আশা জাগে।
হাসান বাসরী (রহঃ) বলেন: ভয় হল যারা সমুদ্রে গমন করে, আর আশা হল যারা স্থলে বাস করে।
আর তিনি বিদ্যুৎ চমকের দ্বারা সৃষ্টি করেন ঘন মেঘ। যা পানির ভারে জমিনের নিকটবর্তী হয়ে যায়। অতঃপর তা থেকে বৃষ্টি হয়।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন এরূপ বজ্র দেখতেন বা আওয়াজ শুনতেন তখন নিম্নের এ দু‘আটি পাঠ করতেন:
اَللّٰهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ ولا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ
অর্থ: হে আল্লাহ তা‘আলা! আমাদেরকে আপনার গযব দ্বারা নিপাত করবেন না এবং আপনার আযাব দ্বারা আমাদেরকে ধ্বংস করবেন না। এর পূর্বেই আমাদেরকে নিরাপত্তা দান করুন। (মুসতাদরাক হাকেম ৪/২৮৬)
আল্লাহ তা‘আলা এখানে বলছেন যে, বজ্র, ফেরেশতাসহ প্রত্যেক জিনিস একমাত্র আল্লাহ তা‘আলারই প্রশংসা করে। যেমন আল্লাহ তা‘আলার বাণী:
(وَإِنْ مِّنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِه۪)
“সমস্ত কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে।” (সূরা ইসরা ১৭:৪৪)
আর যারা তাঁর প্রশংসা করে না। তাকে ভয় করে না এবং তাঁর সাথে কুফরী করে তাদেরকে আল্লাহ তা‘আলা এই সমস্ত বজ্রধ্বনি দ্বারা আঘাত হানেন। এমনকি তাদের উপর এই বজ্র নিক্ষেপ করে তাদেরকে মৃত্যুও দেন। আর তারা আল্লাহ তা‘আলার বিরুদ্ধে চক্রান্ত করে অথচ আল্লাহ তা‘আলার কৌশল তাদের থেকে যে অনেক শক্তিশালী তা তারা জানে না। যেমন আল্লাহ তা‘আলার বাণী:
(وَمَكَرُوْا مَكْرًا وَّمَكَرْنَا مَكْرًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ مَكْرِهِمْ لا أَنَّا دَمَّرْنٰهُمْ وَقَوْمَهُمْ أَجْمَعِيْنَ)
“তারা এক চক্রান্ত করেছিল এবং আমিও এক কৌশল অবলম্বন করলাম, কিন্তু তারা বুঝতে পারেনি। অতএব দেখ, তাদের চক্রান্তের পরিণাম কী হয়েছে আমি অবশ্যই তাদেরকে ও তাদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করেছি।” (সূরা নাহল ২৭: ৫০-৫১)
সুতরাং সর্বাবস্থায় আল্লাহ তা‘আলারই প্রশংসা করতে হবে এবং তাঁর বিরুদ্ধে কোন প্রকার চক্রান্তমূলক কাজ করা যাবে না, করলে পূর্ববর্তীদের মতই অবস্থা হবে।
আয়াত হতে শিক্ষণীয় বিষয়:
১. মেঘমালার বজ্রের মাধ্যমে আল্লাহ তা‘আলা যেমন মানুষকে ভয় দেখান তেমনি তাদেরকে প্রশান্তিও দান করেন।
২. বজ্রধ্বনিও আল্লাহ তা‘আলার জন্য তাসবীহ পাঠ করে।
৩. আল্লাহ তা‘আলা ব্যতীত কেউ বজ্র বা এ জাতীয় কোন কিছু প্রেরণ করতে পারে না।
৪. আল্লাহ তা‘আলার কৌশলের তুলনায় মানুষের চক্রান্ত খুবই দুর্বল।
Social Share
Share With Social Media
Or Copy Link
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Be our beacon of hope! Your regular support fuels our mission to share Quranic wisdom. Donate monthly; be the change we need!
Are You Sure you want to Delete Pin
“” ?
Add to Collection
Bookmark
Pins
Social Share
Share With Social Media
Or Copy Link
Audio Settings