2:146

ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَعۡرِفُونَهُۥ كَمَا يَعۡرِفُونَ أَبۡنَآءَهُمۡ‌ۖ وَإِنَّ فَرِيقًا مِّنۡهُمۡ لَيَكۡتُمُونَ ٱلۡحَقَّ وَهُمۡ يَعۡلَمُونَ١٤٦

Saheeh International

Those to whom We gave the Scripture know him as they know their own sons. But indeed, a party of them conceal the truth while they know [it].

Tafsir "Ibn Kathir Partial" (Bengali)

ইয়াহুদীরা রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর আগমন সত্য জানতো, কিন্তু তারা গোপন রাখে মহান আল্লাহ সংবাদ দিচ্ছেন যে, আহলে কিতাবের জ্ঞানী তথা পণ্ডিত শ্রেণির লোকদের রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক বর্ণিত কথাগুলোর সত্যতা সম্বন্ধে এমনই জ্ঞান রয়েছে যেমন জ্ঞান রয়েছে পিতা-ছেলেদের সম্বন্ধে। এটা একটা দৃষ্টান্ত ছিলো যা ‘আরবের লোকেরা পূর্ণ বিশ্বাসের সময় বলতো। একটি হাদীসে রয়েছে যে, একজন লোকের সাথে ছোট একটি শিশু ছিলো। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে জিজ্ঞেস করেনঃ"ابنك هذا؟" قال: نعم يا رسول الله، أشهد به. قال: "أما إنه لا يَجْنِي عليك ولا تجْنِي عليه ‘এটা কি তোমার ছেলে?’ সে বলেঃ ‘হ্যাঁ’ হে মহান আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আপনিও সাক্ষী থাকুন।’ তিনি বলেনঃ ‘সে তোমার অপরাধের শাস্তি বহন করবে না অনুরূপভাবে তার অপারাধের কারণে তোমাকে শাস্তি ভোগ করতে হবে না।’ (হাদীসটি সহীহ। মুসনাদে আহমাদ ২/২২৬, সুনান আবূ দাউদ-৪/৪৪৯৫, ৪২০৮, সুনান নাসাঈ ৮/৪২৩/২৮৪৭, সুনান দারিমী-২/২৬০/২৩৮৮।লোকটি রাসূলুল্লাহ (সাঃ) কে সাক্ষী থাকতে বললেন যার প্রেক্তিতে তিনি বললেন সে তোমার ওপর গোপন নেই এবং তুমিও তার ওপর গোপন নও। তবে বাস্তবতা হলো এ পরিচয় দিয়ে লাভ হবে না কেননা ‘সে তোমার অপরাধের শাস্তি বহন করবে না অনুরূপভাবে তার অপরাধের কারণে তোমাকে শাস্তি ভোগ করতে হবে না।’)ইমাম কুরতুবী (রহঃ)বলেন যে, ‘উমার (রাঃ) ইয়াহুদীদের একজন বিখ্যাত পণ্ডিত ‘আবদুল্লাহ ইবনে সালাম (রাঃ)-কে জিজ্ঞেস করেনঃ আপনি কি মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে এমনই চিনেন, যেমন চিনেন আপনার সন্তানদের?’ তিনি উত্তরে বলেনঃ ‘হ্যাঁ’ বরং তার চেয়েও বেশি চিনি। কেননা আকাশের বিশ্বস্ত ফিরিশতা পৃথিবীর একজন বিশ্বস্ত ব্যক্তির ওপর অবতীর্ণ হোন এবং তিনি তাঁর সঠিক পরিচয় দিয়েছেন এবং আমিও তাঁকে চিনতে পেরেছি, যদিও তাঁর মায়ের ব্যাপারে আমার কিছুই জানা নেই। (তাফসীরে কুরতুবী ২/১৬৭, ১৬৮, তাফসীরে কাশ্শাফ ১/২০৪)অতঃপর মহান আল্লাহ বলেন যে, ইয়াহুদীরা লোকদের কাছ থেকে সত্যকে গোপন করতো, যদিও তারা তাদের ধর্ম গ্রন্থের নবী সম্পর্কে জানতো। তারপর মহান আল্লাহ স্বীয় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও মুসলিমদেরকে সত্যের ওপর অটল ও স্থির থাকার নির্দেশ দিচ্ছেন এবং তাদেরকেও সতর্ক করছেন যে, তারা যেন সত্যের ব্যাপারে মোটেই সন্দেহে পোষণ না করে।

Arabic Font Size

30

Translation Font Size

17

Arabic Font Face

Help spread the knowledge of Islam

Your regular support helps us reach our religious brothers and sisters with the message of Islam. Join our mission and be part of the big change.

Support Us